দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৪১ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এফিডেভিটের ভিত্তিতে আপিল শুনানিতে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরও পড়ুন: ‘নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খোঁজা হচ্ছে, তা হতে দেওয়া হবে না’

তিনি বলেন, আপিল শুনানির শেষ দিন আগামীকাল (রোববার)। ওই দিন যদি দ্বৈত নাগরিক কিংবা ঋণ খেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে এনসিপি রাজপথে নামতে বাধ্য হবে।

আসিফ মাহমুদ আরও বলেন, বিদেশি নাগরিকদের কোনোভাবেই নির্বাচনের সুযোগ দেওয়া হবে না। নির্বাচন কমিশন যদি ব্যাখ্যা-বহির্ভূত কিংবা এখতিয়ার লঙ্ঘন করে এমন কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুন: দ্বৈত নাগরিকত্ব শুনানিতে ইসিতে উত্তেজনা, মিন্টু–হাসনাতের বাকবিতণ্ডা

তিনি দাবি করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে এনসিপি আপসহীন অবস্থানে থাকবে।