বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে ভারতই বেশি চাপে থাকবে: আকরাম

আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। নিজ দেশের মাটিতে বিশ্বকাপ হওয়ায় পাকিস্তানের চেয়ে বেশি চাপে থাকবেন ভারতীয় দল। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এমনটাই মনে করেন।
এর আগে ২০১১ সালে ঘরের মাটিতেই এই ফরম্যাটের বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নেন তারা। এবার আবারও ঘরের মাটিতেই শিরোপা উৎসব করার সুযোগ আছে তাদের সামনে। কিন্তু স্বাগতিকদের জন্য কাজটা মোটেই সহজ হবে না বলে মনে করেন আকরাম। তার মতে, ঘরের মাটিতে বিশ্বকাপ হওয়ার কারণেই অসুবিধায় পড়বে ভারত।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল
পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ঘরের মাঠে খেলার কিছু অসুবিধাও রয়েছে। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু নিজেদের মাঠে খেলার বাড়তি চাপ সবসময়ই থাকে। এটা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও একই রকম। আয়োজক হলে চাপে থাকত।
ভারতীয় পেস আক্রমণ আগের চেয়ে অনেক শক্তিশালী। তা ছাড়া রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের অলরাউন্ডারও আছেন দলে। তবে ইনজুরি কাটিয়ে ফেরা জাসপ্রিত বুমরাহ বড় পার্থক্য তৈরি করতে পারেন, এমনটিই মত আকরামের। তিনি বলেন, সত্যিই ভারতের কয়েকজন খেলোয়াড় উঠে এসেছে। ভারতের মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহর মতো বোলার আছে। শামি দারুণ ও বুদ্ধিদীপ্ত বোলিং করেন। বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হতে হবে বুমরাহকে। আমি জানি না তার ফিটনেসের কী অবস্থা। সে যদি ভালো অবস্থায় থাকে তা হলে বড় পার্থক্য তৈরি হবে। এ ছাড়া ভালো স্পিনার ও অলরাউন্ডার রয়েছে ভারতের। দেখা যাক, জাদেজা-অশ্বিনের মধ্যে কে খেলে।
আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো