'ফোনালাপ ফাঁস' ব্যাখ্যা করতে লাইভে আসছেন তামিম

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৪ | আপডেট: ৮:৫৩ পূর্বাহ্ন, ২০ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের ফোনালাপ ফাঁস হওয়ায় ক্রিকেট পাড়ায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত এই ফোনালাপে তামিম ও মিরাজকে তাদের সতীর্থ মুশফিকুর রহিম নিয়ে আলোচনা করতে শোনা যায়। তামিম মুশফিকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং মিরাজও তাতে সায় দেন। এরপর থেকে বিষয়টি নিয়ে নানান আলোচনা-সমালোচনা চলছে। তবে ফাঁস হওয়া ফোনালাপের নেপথ্য ঘটনা কি, তা এখনও অজানা। এবার বিষয়টির ব্যাখ্যা করতে বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় লাইভে আসছেন এই ওপেনার।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের এই ক্রিকেটার। এদিকে আজ ৩৫তম জন্মদিন সাবেক এই ওয়ানডে দলপতির। নিজের ওই পোস্টে বিশেষ এই দিনে শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতাও জানিয়েছেন তামিম। ফেসবুক পোস্টে তামিমের ভাষ্য, ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।’


আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ