মাত্র ৮৯ রানেই অলআউট বাংলাদেশ!

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৪ | আপডেট: ৬:৩১ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগের দুই ম্যাচের মতো আজও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ হারার পর আজ বুধবার শেষ ওয়ানডেতে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে গেছে নিগার সুলতানার দল।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ বল খেলে ০ রানে ফেরেন বাংলাদেশের ওপেনার সুমাইয়া আক্তার। আরেক ওপেনার ফারজানা হক করেন ৫ রান।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

অধিনায়ক নিগার সুলতানা ম্যাচ ধরার চেষ্টা করছিলেন। সতীর্থদের কাছ থেকে সাড়া না পাওয়ায় তিনিও বেশিদূর এগুতে পারেননি। ফিরেছেন ৩৯ বলে ১৬ রান করে। বাংলাদেশের ইনিংসে এটিই সর্বোচ্চ।

এছাড়া ১০ রান করে নেন স্বর্ণা আক্তার ও সুলতানা খাতুন। আর ১৪ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন সর্বশেষ ব্যাটার মারুফা আক্তার।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

এদিন ডাক মেরে ফিরেছেন ফাহিমা খাতুন আর নাহিদা আক্তারও। বাকিদের কেউ আর দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন কিম গ্র্যাথ ও অ্যাশলে গার্ডনার।