রিশাদের ছোবলে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ

লম্বা সময় ধরে ওয়ানডেতে জয়ের জন্য হাহাকার করা বাংলাদেশ শেষ পর্যন্ত জয় পেয়েছে নবীন লেগস্পিনার রিশাদ হাসানের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে লাল-সবুজ।
ওয়ানডেতে দীর্ঘদিন ধরেই খরার মধ্যে ছিল বাংলাদেশ দল। আগের ১৩ ম্যাচে মাত্র একটিমাত্র জয়—বাকি সব ব্যর্থতা। টানা চার হার মাথায় নিয়ে আজ মাঠে নামে মেহেদী হাসান মিরাজের দল। ২০৮ রানের তুলনামূলক ছোট লক্ষ্য দিয়েও অশনি সংকেত ছিল শুরু থেকেই।
আরও পড়ুন: ভাটারা থানা জিতলো জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট এর গ্র্যান্ড ফাইনাল
শুরুর জুটিতে ৫১ রান তুলে সহজ পথ দেখাচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও ব্র্যান্ডন কিং। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তরুণ লেগস্পিনার রিশাদ হাসান। মিরপুরের স্পিন সহায়ক উইকেট কাজে লাগিয়ে গড়ে তোলেন ঘূর্ণির জাল। একে একে তুলে নেন প্রথম পাঁচটি উইকেট—যার ফলে ৭৯ রানে ১ উইকেটে থাকা দলটি চোখের পলকে গুটিয়ে যায় ৯২ রানে ৫ উইকেটে।
পরে মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজও যোগ দেন উইকেট শিকারে। ক্যারিবিয়ানরা শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৩৩ রানে। শেষ উইকেটটিও নেন রিশাদ। ৩৫ রান খরচায় তার শিকার ৬ উইকেট—ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ারের প্রথম ‘ফাইফার’।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশে , অর্ধেক খালি মিরপুরের গ্যালারি
রেকর্ডও গড়লেন এই যুবা লেগস্পিনার। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ডানহাতি স্পিনার হিসেবে ৫ উইকেট নেওয়া এটাই প্রথম কীর্তি। এতদিন এই রেকর্ড ছিল রাজিন সালেহর—২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
এই জয়ে ওয়ানডেতে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে টাইগার শিবির।