বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় কোয়াব থেকে পদত্যাগ খালেদ মাসুদ পাইলটের

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়া।
রোববার (১৯ অক্টোবর) কোয়াবের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন পাইলট। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, কোয়াবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মান ও গর্বের বিষয় ছিল।
আরও পড়ুন: ভাটারা থানা জিতলো জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট এর গ্র্যান্ড ফাইনাল
তবে উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য কোয়াবের দায়িত্ব ত্যাগ করে বিসিবি পরিচালনায় মনোনীত হওয়া তার জন্য উপযুক্ত মনে করছেন তিনি। তাই অবিলম্বে কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
পাইলট কোয়াবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজদের সঙ্গে। এরপর ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের ক্যাটাগরি-৩ থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হন।
আরও পড়ুন: রিশাদের ছোবলে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ
নির্বাচনের ফলাফলে মোট ৪৫ ভোটের মধ্যে ৪৩টি গণনা হয়। এর মধ্যে একটি ভোট বাতিল হয়। বাকি ৪২ ভোটের মধ্যে ৩৫টি পেয়ে খালেদ মাসুদ পাইলট নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল পান মাত্র ৭ ভোট।