নিয়মরক্ষার ম্যাচেও জয়

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৭ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত ছিল। তবুও গ্রুপপর্বের শেষ ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে পরাজিত করেছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ।

এই জয়ের ফলে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে শেষ চারে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ পাকিস্তান। আগামী ১৯ ডিসেম্বর দুবাইতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনাল।

আরও পড়ুন: বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৫৫০ কোটি টাকা

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা করে দারুণভাবে। ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ মাত্র ১২.৩ ওভারে যোগ করেন ৮৪ রান। জাওয়াদ আবরার এক রানের জন্য ফিফটি মিস করে করেন ৪৯ রান, আর রিফাত বেগের ব্যাট থেকে আসে ৩৬ রান।

মাঝের ওভারে ভালো অবস্থানে থাকলেও শেষ দিকে ব্যাটিং ধস নামে বাংলাদেশের ইনিংসে। ২৯.৩ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান তোলার পর বাকি ৭ উইকেট হারায় মাত্র ৬২ রানে। ফলে নির্ধারিত ৫০ ওভার পূর্ণ হওয়ার আগেই ৪৬.৩ ওভারে ২২৫ রানে অলআউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে অফ স্পিনার কাভিজা গামাগে ৩৮ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন।

আরও পড়ুন: এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ৪৪ রানের মধ্যেই তাদের চারটি উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি লঙ্কান যুবারা।

এক সময় ১২৬ রানেই অষ্টম উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। নবম উইকেটে আদহাম হিল্মি ও রাসিথা নিমসারা ৫৬ রানের জুটি গড়ে লড়াইয়ের আভাস দিলেও শেষ রক্ষা হয়নি। ৪৯.১ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ও শাহরিয়ার আহমেদ তিনটি করে উইকেট শিকার করেন। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন ইকবাল হোসেন।

অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল মুখোমুখি হবে ভারত অনূর্ধ্ব-১৯ দলের।