শীঘ্রই কল ও মেসেজিং সুবিধা আসছে টুইটারে

Shakil
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ন, ১০ মে ২০২৩ | আপডেট: ৮:০৭ পূর্বাহ্ন, ১০ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টুইটার কল ও এনক্রিপ্টেড মেসেজিংসহ নতুন কিছু পরিষেবা শীঘ্রই চালু করতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার (৯ মে) টুইটারের প্রধান নির্বাহী ইলন রিভ মাস্ক  এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। খবর রয়টার্স। 

গত বছরই মাস্ক ‘টুইটার ২.০ দ্য এভরিথিং অ্যাপ’-এর পরিকল্পনা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এনক্রিপ্ট করা সরাসরি বার্তা (ডিএম), দীর্ঘ টুইট ও অর্থপ্রদানের মতো বৈশিষ্ট্য থাকবে এই সেবায়৷

আরও পড়ুন: স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে ধারণার তুলনায় অনেক বেশি জটিল ক্ষতিকর

গতকাল টুইট বার্তায় তিনি বলেন, শিগগিরই এই প্ল্যাটফর্মে ভয়েস ও ভিডিও চ্যাট করা যাবে। যাতে আপনি বিশ্বের যেকোনো জায়গার মানুষের সঙ্গে ফোন নম্বর না দিয়ে কথা বলতে পারবেন।

টুইটার এই সেবার মাধ্যমে মেটার সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ফেসবুক ও ইনস্টাগ্রামের সমকক্ষ হয়ে উঠবে। সরাসরি যোগাযোগের সুবিধা আছে বলেই এ দুটি মাধ্যম সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়।

আরও পড়ুন: আপনার মোবাইলই আপনার অফিস: স্মার্টফোন দিয়ে ব্যবসা চালানোর ৭ উপায়

মাস্ক জানান, এনক্রিপ্ট করা সরাসরি বার্তাপ্রদানের একটি সংস্করণ বুধবার থেকে পাওয়া যাবে। তবে কল এনক্রিপ্ট করা হবে কিনা তা বলেননি।

এ সপ্তাহে টুইটার জানিয়েছিল, যে সব অ্যাকাউন্টগুলো বেশ কয়েক বছর ধরে নিষ্ক্রিয় আছে তা সরিয়ে আর্কাইভ করা হবে।