ঈদে আবহাওয়া কেমন থাকবে জানুন

আগামী ৭ জুন (শনিবার) পালিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।
এদিকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে টানা কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আট বিভাগেই আকাশের একই অবস্থা বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আরও পড়ুন: ঢাকায় তাপমাত্রা বাড়ছে, থাকতে পারে হালকা বৃষ্টি
এমন এক সময় এই মেঘবৃষ্টি হচ্ছে যখন ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে সারাদেশ জুড়ে।
টানা বৃষ্টির কারণে স্বাভাবিক চলাফেরাতেও ভোগান্তি হচ্ছে।
আরও পড়ুন: মৌসুমী বায়ু সক্রিয়, ৮ বিভাগেই বৃষ্টির আভাস
ঈদের দিনের জামাত বা পশু কোরবানির সময় আবহাওয়া কেমন থাকবে, তা নিয়েও এক ধরনের দুঃশ্চিন্তা রয়েছে।
সামনের কয়েকদিন যেমন থাকতে পারে আবহাওয়া
গত ২৭ মে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ তৈরি হয়েছিলো, তার প্রভাবেই সারা দেশে বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
বিভিন্ন অঞ্চলে চলমান এই বৃষ্টিপাতের পেছনে রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ। লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে।
তিনি আরও জানায়, এই সপ্তাহ জুড়ে সারাদেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে। তবে ঈদের দিন সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিন দিন আগে আরও স্পেসিফিক করে বলা সম্ভব। তবে এই পুরো সময়টা জুড়ে ভ্যাপসা গরম থাকবে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানায়, আগামী কয়েকদিনে ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির কোনো আভাস নেই। তবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
শনিবার সকাল থেকেই রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামীকালও (১ জুন) ঢাকাসহ সিলেট, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।