প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে সমর্থন হাসনাত আব্দুল্লাহর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৮ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডসহ তিন দফা দাবিকে ন্যায্য আখ্যা দিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলারও তীব্র সমালোচনা করেন তিনি।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, যে শিক্ষকরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে দেন, তাদের দাবির প্রতি সম্মান দেখানো উচিত। পুলিশের হামলার নিন্দা জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি শিক্ষকদের পাশে থাকবো—ইনশাআল্লাহ।

আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা

এদিকে দাবি আদায়ের আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। সহকারী শিক্ষক ঐক্য পরিষদের ঘোষণায় জানানো হয়েছে, রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হবে। পাশাপাশি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলবে।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও ঐক্য পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান,

আরও পড়ুন: পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়নের স্পষ্ট সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ কর্মবিরতি চলবে।

অন্যদিকে আগামী ১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরুর কথা রয়েছে। শিক্ষকদের এই কর্মবিরতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

" target="_blank">