সাজেকে পাহাড় ধস: ছয় ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক

রাঙ্গামাটির সাজেকে যাওয়ার পথে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসের ঘটনায় সাড়ে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
সেনাবাহিনীর সহায়তায় বুধবার দুপুর আড়াইটায় ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আকতার।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
পাহাড় ধসের পর রাস্তার দুই পাশে আটকা পড়েন কয়েক হাজার পর্যটক।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
মাটি সরাতে সকাল থেকে সেনাবাহিনী কাজ করেছে।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, সকালে পাহাড় ধসের ঘটনা আমরা জানতে পেরেছি। সাজেক এলাকায় প্রায় ছোটবড় মিলে ২০০ গাড়ি রয়েছে। যা গতকাল (মঙ্গলবার) এসেছিল। আজ (বুধবার) সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল। কিন্তু পাহাড় ধসের কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় সবাই আটকা পড়েন।
‘দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হলে গাড়ি ছাড়তে শুরু করে। আমাদের এখানে ১১২টি কটেজ আছে। সব মিলে প্রায় ৪ হাজার পর্যটক থাকতে পারেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, সাজেকে পাহাড় ধসের কারণে প্রায় ৫ হাজার পর্যটক দুই পাশে অবস্থান আটকা পড়ে। পরে সেনাবাহিনীর ২০ ইসিবি’র সদস্যদের সঙ্গে স্থানীয়রা মাটি সরানোর কাজে নেমে পড়েন। দুপুর আড়াইটার দিকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এখন কোনো সমস্যা নেই। যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উল্লেখ্য, টানা নয় দিনের ছুটির কারণে সাজেকে বাড়তি পর্যটকের চাপ রয়েছে। বর্তমানে সেখানে দুই হাজার পর্যটক অবস্থান করছেন। আরও তিন হাজার পর্যটক প্রবেশ করছে বলে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান।