জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে ভালুকায় কর্মীসভা
আগামী ২৭ মে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ইউনিয়নে কর্মীসভা করেছে ময়মনসিংহের ভালুকা উপজেলা জাতীয় পার্টি। আগামী নির্বাচনে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপির হাত শক্তিশালী করার লক্ষ্যে এবারের সম্মেলনে জোর দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ মে) বিকাল ৫টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের খোলাবাড়ি চৌরাস্তার দক্ষিণে খালেক সরকারের মার্কেটে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
এতে সভাপতিত্ব করেন উথুরা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক নিতাই চন্দ্র শাহা।
জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মো. লিটল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন- কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এম এ মান্নান, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ গোলাপ, এবি সিদ্দিক, ফজলুল হক ও উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. জয়নাল আবেদিন, উথুরা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি ডাক্তার হযরত আলী, জাতীয় পার্টির সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন যুব সংহতির সদস্য সচিব শহিদুল ইসলাম ও যুগ্ন আহবায়ক আশরাফুল।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও
এছাড়াও উথুরা ইউনিয়ন জাতীয় পার্টি ও জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতারাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।





