সোনারগাঁয়ে দেশি অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার

MIZANUR RAHMAN
মাজহারুল ইসলাম, সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৩ | আপডেট: ৬:২২ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৩
ছবি : বাংলাবাজার পত্রিকা
ছবি : বাংলাবাজার পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিশোর গ্যাং টাইগার গ্রুপের প্রধান হৃদয়সহ ৮ সদস্যকে দেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১।

আসামিরা হলেন- কাঁচপুর সেনপাড়া ইউনিয়নের হৃদয় (২৮), শাহজালাল (২৫), জুয়েল (২৬), রানা (২১), জাহাঙ্গীর আলম (২০), রাসেল (২১), সাগর (২৩) ও বন্দর মদনপুররের রনি (২০)। এ সময় তাদের কাছ থেকে ৬টি ছোরা, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি রেজর (ক্ষুর) এবং ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

মঙ্গলবার (৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে র‌্যাব ১১ এর সিনিয়র এ এসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, সোমবার রাতে সোনারগাঁ থানাধীন কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারদের মধ্যে হৃদয়ের ২টি, শাহজালালের ১টি, রানার ১টি এবং সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও