নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কনটেইনার পড়ে শ্রমিক নিহত

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১২:২৫ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কনটেইনার ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন শামীম মিয়া (৩৯) নামে এক শ্রমিক।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তেজকুনীপাড়া রেলকলোনীসংলগ্ন বিজয় সরনী ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মাঝে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। নিহত শামীম মিয়া নরসিংদী রায়পুরা উপজেলার সাদাঘর কান্দি গ্রামের আলী হোসেনের সন্তান।

আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়

ওসি মোহাম্মদ মহসিন বলেন, তেজকুনীপাড়া রেলকলোনীসংলগ্ন বিজয় সরণী ফ্লাইওভারের নিচে ক্রেন দিয়ে কনটেইনার সরানোর সময় শামীম মিয়া নামে এক শ্রমিকের উপর কনটেইনার পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি বলেন, ঘটনাস্থল থেকে মৃত শ্রমিককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন