মাতৃভাষা দিবস উপলক্ষে মনোয়ারা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবিঃ সংগৃহীত
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার নিমতলায় মনোয়ারা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আগামীকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার নিমতলায় বেসরকারি সংস্থা ‘মনোয়ারা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর উদ্যোগে সকাল ১০ টা থেকে শুরু হবে বিনামূল্যে গরীব রোগীদের চিকিৎসা সেবা প্রদান।
আরও পড়ুন: শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত, লোকসানের মুখে ব্যবসায়ীরা
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা গাইনি, মেডিসিন, হৃদরোগ, চর্মরোগ ও ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান ছাড়াও থাকছে ওজন মাপা, রক্তচাপ পরীক্ষা এবং সকল প্রকার পরীক্ষা নিরীক্ষায় ৩০% ছাড়।