নওগাঁয় ভয়াবহ প্রক্সিকাণ্ড, ৫৭ দাখিল পরীক্ষার্থীই ভুয়া

ছবিঃ সংগৃহীত
নওগাঁ জেলার সাপাহারে সরফতুল্লাহ ফাযিল মাদরাসা পরীক্ষাকেন্দ্র থেকে ৫৭ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীসহ কেন্দ্রসচিবকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানিয়েছেন, ৫৯ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এদের প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। ছবিসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যাচাই শেষে প্রকৃত ভুয়া শিক্ষার্থীর সংখ্যা জানা যাবে।