‘আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব’

Abid Rayhan Jaki
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ন, ২১ মে ২০২৪ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেছেন, মানুষের সেবা করতে হলে আগে ভালো মানুষ হতে হবে। মানুষের সেবা করতে হলে মানুষকে ভালবাসতে হবে। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের  সমাজে ভালো মানুষের খুব অভাব। 

সোমবার (২০ মে) বিকেলে নগরীর কালীরবাজারস্থ শিল্পকলা একাডেমী সেমিনার কক্ষে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও জেএন নিউজ২৪ডটকম এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করার জন্য নানা উপায় রয়েছে। তবে সংগঠনের মাধ্যমে সে কাজটি করলে ভালভাবে করা যায়। এজন্য সংগঠনগুলোর অনেক গুরুত্ব রয়েছে। 

স্বেচ্ছাসেবী সংগঠন জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ ও বিশ^বিদ্যালয়ের অধ্যক্ষ এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. রুমন রেজা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ এম এ রাসেল। 

আরও পড়ুন: মুক্ত গণমাধ্যম যেন দায়িত্বহীন না হয়: এম আব্দুল্লাহ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার রুনা লায়লা, রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সমবায়ী জামাল উদ্দিন সবুজ,  আলহাজ¦ আব্দুল মজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন শ্যামল, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহীন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলেখা আক্তার বীনা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ,  যুগ্ম-সম্পাদক নারীনেত্রী শাহনাজ মঞ্জুর রেখা, অর্থ সম্পাদক কাজী মহিউদ্দিন আলিফ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহসভাপতি নাজির আহমেদ, শেখ মোহাম্মদ শান্ত, কদমরসুল কলেজের প্রভাষক  মোঃ আলী ইসমাঈল বিপ্লব, হাফেজ মোঃ মনির হোসেন, হাফেজ মোঃ সেলিম, আজিজুল ইসলাম বাবু, হস্তশিল্প প্রশিক্ষক রুমা খাতুন। 

অনুষ্ঠানে জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন থেকে বিনামূল্যে কম্পিউটার, সেলাই-হস্তশিল্প প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র তুলে দেয়া হয়।