স্থগিতের পর চূড়ান্ত সময়সূচি

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২২ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার, ২৭ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট একাডেমিক সূত্র জানায়, নির্ধারিত দিন বিকেল সাড়ে ৩টা থেকে পরীক্ষা শুরু হবে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, “ভর্তি পরীক্ষার নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আজ রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।”

এর আগে শনিবার নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সরকার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর ঘোষিত রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শহীদ হাদি ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি সম্মান জানিয়ে ওই দিন সকল একাডেমিক কার্যক্রম সীমিত রাখা হয়।

আরও পড়ুন: সাবেক সেনা কর্মকর্তা ও জুলাই যোদ্ধাদের ‘চরমপন্থি’ আখ্যা দেওয়ার প্রতিবাদে জুলাই ঐক্যের সংবাদ সম্মেলন

স্থগিত হওয়া সেই পরীক্ষাই এখন আগামী ২৭ ডিসেম্বর নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।