হাদির ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

Sadek Ali
মিরাজ পালোয়ান, শরীয়তপুর
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫৭ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র  ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

আরও পড়ুন: হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

বিক্ষোভ মিছিলে শরীয়তপুর জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি সদর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

জেলা যুবদলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মৃধা নজরুল কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, পৌর যুবদলের সভাপতি কামাল হোসেন ঢালী, যুবদল নেতা আলী আহমদ মোল্লা, সদর উপজেলা যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুর মোহাম্মদ খান, প্রচার সম্পাদক রুবেল মোল্লা, শৌলপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইলিয়াস হোসেন মৃধা, রুদ্ধকর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহীন হাওলাদার, আংগারিয়া যুবদলের সভাপতি বাদশা মোড়ল, চিকন্দী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিন্টুসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মৃধা নজরুল কবির বলেন, “যারা এদেশে নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চায় না এবং সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে নির্বাচনকে বানচাল করতে চায়- তারাই পরিকল্পিতভাবে শরিফ ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র একমাত্র বিএনপির হাতেই নিরাপদ।”

অ্যাডভোকেট নজরুল কবির আরও উল্লেখ করেন,“এর আগেও (৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসব ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”