এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর দাফন সম্পন্ন, নিজ গ্রামে শেষ বিদায়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানা শাখার যুগ্ম সমন্বয়কারী জান্নাতারা রুমী (৩০)-এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতারা রুমী নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা জাকির হোসেনের মেয়ে। তিনি রাজধানীর হাজারীবাগ থানাধীন জিগাতলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রাজনীতির পাশাপাশি ব্যক্তিজীবনেও তিনি ছিলেন সংগ্রামী।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় শীতের তীব্রতা কমছে না
রুমীর পরিবার জানায়, ছোট বয়সেই মায়ের মৃত্যু হলে ভাই ও চাচাদের সঙ্গেই তার বেড়ে ওঠা। তিনি দুই বোন ও এক ভাইয়ের মধ্যে অন্যতম। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। শুরুতে জেলা পর্যায়ে কাজ করলেও পরে ঢাকায় এসে দলীয় কার্যক্রমে অংশ নেন।
সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে তিনি দেশজুড়ে আলোচনায় আসেন, যা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিচিত করে তোলে।
আরও পড়ুন: রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয়
রুমীর চাচাতো ভাই মেহেদী হাসান জানান, পরিবারের সম্মতিতেই রাতে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে পরিবার এটিকে আত্মহত্যা হিসেবেই বিবেচনা করছে এবং বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে চায় না।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং রাতে নওগাঁয় নেওয়া হয়।





