নেত্রকোণায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যে নেত্রকোণায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসূচি হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও প্রবাস মেলা।
আরও পড়ুন: সুনামগঞ্জে ২ কোটি টাকায় নির্মিত হলো শতাদিক পাকা গ্রামীণ সড়ক
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজুর বাজারের টিটিসি ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান ও পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দীন আহমদ। টিটিসির শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।
পরে টিটিসি ক্যাম্পাসে আলোচনা সভা হয়। সেখানে প্রবাস মেলায় বিভিন্ন স্টলে দক্ষ জনশক্তির নানা বিষয়ে প্রদর্শন ও তথ্য সরবরাহ করা হয়।
আরও পড়ুন: ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহর মনোনয়নপত্র গ্রহণ
আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের অবদান স্মরণ ও অভিবাসনে দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ করেন বক্তারা।





