ভারত ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারত পাসপোর্ট ও ভিসা ছাড়াই প্রায় ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সন্ত্রাসীদের সেখানে প্রশিক্ষণ ও নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ভারতে অবস্থান করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন : ডা. জাহিদ হোসেন
তিনি আরও দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে প্রত্যাহার করা উচিত ছিল। তার ভাষায়, যারা বাংলাদেশের ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের আশ্রয় দেয়, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কোনো বাধ্যবাধকতা বাংলাদেশের নেই।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, দুই দেশের সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। তিনি বলেন, “আপনারা যদি আমাদের অপরাধীদের আশ্রয় না দেন, আমরাও আপনাদের কোনো অপরাধীকে আশ্রয় দেব না। আপনারা আমাদের সার্বভৌমত্ব সম্মান করলে আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব।”
আরও পড়ুন: ‘যারা আমার বোনের জীবন তছনছ করে দিয়েছে, তাদের জীবন শান্তিতে কাটাতে দেব না’
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে বাংলাদেশিদের দেখামাত্র গুলি চালানোর নীতি গ্রহণযোগ্য নয়। এমন পরিস্থিতিতে প্রতিবাদ জানানো হবে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপি নেতা আরও অভিযোগ করেন, টেলিভিশন ও সিনেমার মাধ্যমে দেশে ভারতীয় সংস্কৃতির প্রভাব বাড়ানো হয়েছে। তিনি বলেন, বাংলাদেশকে আত্মনির্ভরশীল হতে হলে তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। তার মতে, আগের প্রজন্ম প্রকাশ্যে লড়াই না করে গোপনে যোগাযোগ রাখে, যা দেশের জন্য ক্ষতিকর।





