বিজয় দিবসে ইতিহাস গড়ল বাংলাদেশ, সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড
মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে ব্যতিক্রমী কৃতিত্বের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। সর্বাধিক জাতীয় পতাকা হাতে একযোগে প্যারাস্যুটিং করে ইতিহাস সৃষ্টি করেছেন ‘টিম বাংলাদেশের’ ৫৪ জন প্যারাট্রুপার।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার পর জাতীয় প্যারেড স্কয়ারের আকাশে জাতীয় পতাকা হাতে ঝাঁপ দিয়ে এই বিশ্ব রেকর্ড স্থাপন করেন তারা। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে প্রতিটি প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করেন, যা বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের অনন্য নজির হিসেবে স্বীকৃত হয়েছে।
আরও পড়ুন: পরিবারের নিরাপত্তার কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ
এই ঐতিহাসিক প্যারাস্যুটিং প্রদর্শনী প্রত্যক্ষ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
এ উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে বর্ণাঢ্য ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে বিভিন্ন কৌশল প্রদর্শনের মাধ্যমে বিজয় দিবসের আয়োজনকে আরও গৌরবময় করে তোলে।
আরও পড়ুন: বিজয় দিবস উপলক্ষে এনসিপির বিজয় র্যালী
স্বাধীনতার গৌরব, দেশপ্রেম ও সক্ষমতার অনন্য প্রকাশ হিসেবে এই প্যারাস্যুটিং বিশ্ব রেকর্ড বিজয় দিবসের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল।





