বিজয় দিবস উপলক্ষে এনসিপির বিজয় র‍্যালী

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:২৩ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নরসিংদী শাখার উদ্যোগে বিজয় র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের পৌরপার্কে এনসিপি নরসিংদী শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নরসিংদী-১ (সদর) আসনে এনসিপি'র শাপলা কলি মার্কার মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফয়সালের নেতৃত্বে বিজয় র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী পৌরসভা সংলগ্ন স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। পরে এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আওলাদ হোসেন জনির সভাপতিত্বে পথসভায় আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, আজ স্বাধীনতার ৫৪ পরও আমরা পরাধীনতার গ্লানি বুক করছি। জুলাই আন্দোলনের অন্যতম নেতা, জাতীয় নাগরিক কমিটির সদস্য ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছে, সশস্ত্র বাহিনী গড়ে তুলেছে, এবং তাদের অবশিষ্ট সন্ত্রাসী বাহিনী এখনও সক্রিয়ভাবে দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা  করছে। সরকার যদি অবিলম্বে আওয়ামী লীগের ওইসব সন্ত্রাসী ও সন্ত্রাসীদের নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা না করে, তবে তারা আবারও গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করবে এবং দেশকে সহিংস অরাজকতার দিকে ঠেলে দেবে। তাই আমি আজকের এই বিজয়ের দিনে বলতে চাই গণ-অভ্যুত্থানের শক্তি যদি বিভক্ত হয়, তাহলে সুযোগ নেবে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও দেশবিরোধী চক্র, যারা অতীতেও হত্যা ও সহিংসতার মাধ্যমে রাজনীতিকে কলুষিত করেছে। তাই আসুন সকলে মিলে নতুনদের সুযোগ করে দিয়ে বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা রাখি।

আরও পড়ুন: পরিবারের নিরাপত্তার কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ

এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহিম ভূঁইয়া রাজ, যুগ্ম আহ্বায়ক ইদ্দিস আলী, মাধবদী থানার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম প্রমূখ।