হাদীকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক আটক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:১৫ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

আটক ব্যক্তির নাম মো. আব্দুল হান্নান (৪৩)। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাও কামালকে পাকড়াও করে প্রত্যার্পনে অনুরোধ সরকারের

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, র‍্যাব-২ এর একটি দল সকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, হামলার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫) শনাক্ত করা হয়। পরে বিআরটিএর তথ্য যাচাই করে মোটরসাইকেলটির মালিক হিসেবে আব্দুল হান্নানের নাম পাওয়া যায়।

আরও পড়ুন: হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে এমন তথ্য নিশ্চিত নয় ডিএমপি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটির মালিকানা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে পুলিশ জানিয়েছিল, হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২৪ মিনিটের দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি পেছন থেকে অনুসরণ করে তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং এখনও আশঙ্কামুক্ত নন।