অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলা, নিহত অন্তত ১০

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪১ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসি নিউজকে পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজন হামলাকারী এবং বাকি ৯ জন সাধারণ ভুক্তভোগী। আহতদের মধ্যে একাধিক পুলিশ সদস্য রয়েছেন, যারা গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। এছাড়া আহতদের মধ্যে দ্বিতীয় একজন হামলাকারীও রয়েছে, যাকে বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সিরিয়ায় দুই মার্কিন সেনা নিহত, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র রয়টার্সকে জানান, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে অন্তত ১৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘটনাকে “মর্মান্তিক ও অত্যন্ত উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা মানুষের জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন: জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

এবিসি নিউজে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে রক্তাক্ত অবস্থায় একাধিক ব্যক্তি মাটিতে পড়ে আছেন। সিডনি মর্নিং হেরাল্ডকে ৩০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন বলেন, “আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি, চারদিকে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল।”

এদিকে, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেন, হনুকা উৎসবের প্রথম মোমবাতি জ্বালাতে সমুদ্র সৈকতে যাওয়া ইহুদি জনগোষ্ঠীর ওপর সন্ত্রাসীরা জঘন্য হামলা চালিয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত বন্ডি সাধারণত স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড়ে মুখর থাকে। বিশেষ করে গ্রীষ্মকালে সন্ধ্যার দিকে এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

সূত্র: এবিসি নিউজ, রয়টার্স