তারেক রহমানের জন্য বাসভবন এবং অফিস প্রস্তুত করেছে বিএনপি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৯ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তার জন্য বাসভবন ও অফিস প্রস্তুত করা হয়েছে। গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে তিনি বসবাস করবেন। ওই বাড়ির পাশেই ভাড়া করা বাসা ‘ফিরোজা’-তে থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা একটি চেম্বার তৈরি করা হয়েছে। পাশাপাশি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য পৃথক চেম্বার প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন: ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিল প্রতিযোগিতা শুরু করল বিএনপি

এছাড়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গুলশানে আরও একটি ভবন ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।

মঙ্গলবার বিকেলে গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর ভবনে নতুন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

আরও পড়ুন: ২৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকা হাতে ঢাকায় ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘ ১৮ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান। ওই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে দলের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশবাসী আমাদের নেতার অপেক্ষায় রয়েছে। সেদিন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে তাকে অভ্যর্থনা জানাবেন। আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।”

এর আগে সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় তারেক রহমানকে অভ্যর্থনার সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভার সিদ্ধান্তে বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়। কয়েক মাস আগে বাড়িটির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়।

সরেজমিনে দেখা গেছে, ওই বাড়ির সামনে নিরাপত্তা চৌকি স্থাপন ও সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা জানান, তারেক রহমানের বসবাসের কথা মাথায় রেখেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নতুন ভাড়া নেওয়া গুলশানের অফিস ভবনটি চারতলা বিশিষ্ট। সেখানে ব্রিফিং রুম, গবেষণা সেলসহ বিভিন্ন বিভাগের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বলেন, “দীর্ঘদিন ধরে যারা কাজ করছি, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের নেতা তারেক রহমান কবে ঢাকার মাটিতে পা রাখবেন।”

সংবাদ সম্মেলনে মাহাদী আমিন বলেন, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিল-মেকিং প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। দেশ-বিদেশের সব বয়সী মানুষ এক মিনিটের ভিডিও রিলের মাধ্যমে নিজেদের ভাবনা ও পরিকল্পনা জমা দিতে পারবেন।

তিনি জানান, প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত শীর্ষ ১০ জনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, জিয়া উদ্দিন হায়দার, বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য সাইমুম পারভেজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।