নতুন লুকে বাঁধন, জানালেন ফিটনেস যাত্রার গল্প
লাক্স সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে শোবিজে পথচলা শুরু অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। সময়ের সঙ্গে নাটক, ওয়েব ফিল্ম ও চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। বড় পর্দায় অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
অভিনয়ের পাশাপাশি নিজের রূপ ও ফিটনেস দিয়েও আলাদা করে নজর কাড়েন বাঁধন। ৪০ বছর পেরিয়েও তিনি ভক্তদের মাঝে ছড়াচ্ছেন অনাবিল মুগ্ধতা। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ফিটনেস যাত্রার গল্প শেয়ার করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: ফেসবুকে পোস্ট দিয়ে ফের আলোচনায় জয়া আহসান
বাঁধন জানান, তিনি ৭৮ কেজি থেকে ৬০ কেজিতে নেমে এসেছেন মাত্র ৬ মাসে। সামাজিক মাধ্যমে পৃথক ছবি শেয়ার করে নিজের এই শারীরিক রূপান্তর তুলে ধরেন তিনি। অভিনেত্রী লেখেন, ‘৭৮ কেজি থেকে ৬০ কেজি—আমি এটি করেছি! এই যাত্রা সহজ ছিল না। মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস ও বংশগত কারণে ওজন বৃদ্ধিকে তুচ্ছ করার ফলেই আমার ওজন বেড়েছিল।’
তিনি আরও জানান, সঠিক চিকিৎসকের নির্দেশনা, কঠোর ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের জোরে তিনি ১৮ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছেন। বাঁধনের ভাষায়, ‘এটি শুধু ওজন কমানো নয়—এটি নিরাময়, শক্তি এবং আত্মসম্মানেরও প্রতীক; এখনো এগিয়ে চলছি।’
আরও পড়ুন: নতুন লুকে আপেল হাতে কীসের ইঙ্গিত দিলেন জয়া?
এই যাত্রায় তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল তার মেয়ে। মেয়েই তাকে নিয়মিত শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড এড়িয়ে চলতে এবং নিজেকে বিশ্বাস করতে সাহস জুগিয়েছে বলে জানান অভিনেত্রী।
বাঁধনের এই রূপান্তরে মুগ্ধ হয়েছেন তার ভক্তরাও। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘ওয়াও! এটা অনুপ্রেরণামূলক।’ আরেকজন লিখেছেন, ‘সত্যিই চমৎকার!’
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন আজমেরী হক বাঁধন। বর্তমানে তিনি নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে কাজ করছেন। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।
বাঁধন বলেন, এই সিনেমায় অভিনয়ের জন্য তার মেয়েই তাকে উৎসাহ দিয়েছে। অভিনেত্রীর ভাষায়, ‘তানিম নূর যখন এই চরিত্রের কথা বলল, তখন আমার মেয়ে বলেছে—তুমি এটি করো। আমাকে নাকি সব সময় সিরিয়াস আর অবসাদগ্রস্ত চরিত্রে দেখা যায়। অনেক বছর পর হুমায়ূন আহমেদের গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি, এটা আমার কাছে ভীষণ বিশেষ।





