ময়মনসিংহে যুবক খুন, প্রতিবাদে এলাকাবাসির সড়ক অবরোধ-বিক্ষোভ মিছিল

Abid Rayhan Jaki
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ন, ২৫ মে ২০২৪ | আপডেট: ১:৫৭ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে হাসান (২৪) নামে এক যুবক হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসি। এ ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসির মাঝে উত্তেজনা বিরাজ করছে।  

শনিবার (২৫ মে) দুপুর পৌনে ৩ টা থেকে বিকাল ৪টার পর্যন্ত নগরীর পাটগুদাম বিহারি ক্যাম্প ও ব্রীজ মোড় সংলগ্ন সড়কে এই বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধরা।    

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

এর আগে গতকাল (২৪ মে) রাত ৯টার দিকে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় বিহারি ক্যাম্প এলাকার হাজী কাশেম আলী কালেজের পাশে ছুরিকাঘাতে খুন হয় তালা-চাবি কারিগর হাসান।  

নিহত হাসান নগরীর পাটগুদাম বিহারী ক্যাম্পের বাসিন্দা প্রয়াত মাসুদ মিয়ার ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট সে। নগরীর স্টেশন রোড এলাকায় সে তালা-চাবির কারিগর হিসাবে কাজ করত বলে জানা গেছে।  

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

হাসানের বড় ভাই মো. মুরাদ বলেন, আমার ভাইকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাঈন উদ্দিন বলেন, গত রাত ৯টার দিকে বিহারী ক্যাম্প সংলগ্ন হাজী কাশেম আলী কলেজের পাশে বসে ছিল নিহত হাসান ও তার বন্ধুরা। এ সময় হঠাৎ স্থানীয় রাকিবের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর উপর্যুপুরী হামলা করে। এতে হাসান, তার বন্ধু রুহিত আহমেদ ও রাজা মারাত্মক আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত রুহিত ও রাজাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে আজ (শনিবার) বিকাল পৌনে ৩টার দিকে নিহত হাসানের মরদেহ ময়নাতদন্ত শেষে বাসায় নিয়ে আসলে বিক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসি। এ সময় তারা পাটগুদাম বিহারি ক্যাম্প ও ব্রীজ মোড় সড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি জানান। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে খুনিদের গ্রেপ্তারের আশ^াস দিলে অবরোধ কর্মসূচি থেকে সরে যায় এলাকাবাসি।

এ ঘটনায় বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে জানিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাঈন উদ্দিন আরও বলেন, বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

অপরদিকে লোমহর্ষক এই হত্যাকান্ডের ঘটনায় অভিযান ইতোমধ্যে মূলহোতা রাকিব হাসান (২০) এবং সহযোগী মো: হান্নান (২০) কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

খবরের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন বলেন, এই হত্যাকান্ডের ঘটনায় মূলহোতা দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। প্রাথমিক ভাবে জানা গেছে সেলুনে চুল কাটা নিয়ে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বিস্তারিত পরে জানানো হবে।