ড্রেনগুলো পরিস্কার রাখলে জলাবদ্ধতা থাকবেনা: শামীম ওসমান

Abid Rayhan Jaki
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ন, ২৯ মে ২০২৪ | আপডেট: ১১:০২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পানি বন্দী মানুষকে পানিমুক্ত করা সওয়াবের কাজ। মানুষের বসতবাড়ি, মসজিদের পানি প্রবেশ করেছে। এটা যা হয়েছে এটা জলাবদ্ধতা নয়, ময়লাবদ্ধতা। ২৯ মে বুধবার বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ী পারিবারিক মিলনায়তনে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের সাথে মত বিনিময় সভায়  তিনি এসব কথা বলেন। 

শামীম ওসমান বলেন, জলাবদ্ধতা নিরসনে কাজ চলতেছে, পানি টানতে সময় লাগে। ৭২ ঘন্টা সময় লাগে পানি কমতে। আশা করছি ২/১ দিনের মধ্যে পানি চলে যাবে। 

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তিনি বলেন, এলাকার ড্রেনগুলো পরিস্কার রাখা গেলে জলাবদ্ধতার সমস্যা থাকবে না। এ জন্য মানুষকে সচেতন করতে হবে। জলাবদ্ধতা নিরসনে তিনি নিজ অর্থায়নে ট্রান্সমিটার কেনার উদ্যোগ নিয়েছেন। এই ট্রান্সমিটার কেনা হলে জলাবদ্ধতার ভোগান্তি থাকবে না।

শামীম ওসমান বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের কাজ জুন,জুলাই মাসের মধ্যে শুরু হবে। একশ ২০ফিটের রাস্তা হলে নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে। নারায়ণগঞ্জে মেট্রোরেল আসবে জানিয়ে শামীম ওসমান বলেন, এই সরকার জনগণের সরকার। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফায়জুল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী,মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক প্রমুখ।