সাবেক স্ত্রীকে নিয়ে হোটেলে, পুরুষাঙ্গ হারালেন পুলিশ সদস্য

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ন, ১২ জুন ২০২৪ | আপডেট: ৭:৪৭ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক স্ত্রীকে নিয়ে হোটেলে যান যশোরের এক পুলিশ সদস্য। সেখানে ওই পুলিশ সদস্যের বিশেষ অঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলাছেন সাবেক ওই স্ত্রী। মঙ্গলবার(১০ই জুন) সন্ধ্যায় নড়াইল পৌরশহরের একটি হোটেলে এ ঘটনা ঘটে। হোটেল কর্তৃপক্ষ ওই পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়।

জানা যায়, যশোর পুলিশ লাইনে কর্মরত ওই পুলিশ সদস্যের বাড়ি নড়াইলে। সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। সাবেক স্ত্রীকে নিয়েই মঙ্গলবার সকালে নড়াইলে যান ওই পুলিশ সদস্য। দুপুরে স্টেডিয়ামপাড়ার একটি হোটেলে ওঠেন তারা। সন্ধ্যার দিকে সেখানে বিশেষ মুহূর্তে ওই নারী ব্লেড দিয়ে সাবেক স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেলেন। রক্তাক্ত অবস্থায় তিনি নড়াইল সদর হাসপাতালে ছুটে যান। সেখান থেকে ব্যান্ডেজ করে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ জানান, ওই পুলিশ সদস্যের বিশেষ অঙ্গের বেশিরভাগই কেটে গেছে। সেলাই করা হয়েছে। তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সাংসারিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটেছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে পুলিশের করণীয় কিছু নেই। তারপরও বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। ওই পুলিশ সদস্য দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার