ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত ৩৮৮ সহকারি শিক্ষকের যোগদান

Any Akter
ময়মনসিংহ সংবাদদাতা
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৪ | আপডেট: ৬:৩৯ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাজমুন নাহার বেগম (২৬) সহকারি শিক্ষক হিসাবে যোগদান করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০৩ নম্বর গাভী শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এর আগে দুইবার সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হলেও তৃতীয় বার কৃতকার্য হয়ে নিয়োগ পেয়েছেন তিনি। এতে তার চোখেমুখে বইছে স্বপ্ন ছুয়ার উচ্ছ্বাস।  

বুধবার (৩ জুলাই) সকালে তিনি সহকারি শিক্ষক হিসাবে চাকরিতে যোগদান করেন গাভী শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এতে তিনি বেজায় খুশি। এ সময় তাকে শুভেচ্ছা জানিয়ে শিক্ষকতার মহান পেশায় স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ অন্য সহকর্মীরা।

আরও পড়ুন: ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ৫

গোফরানা আক্তার নামে নিয়োগপ্রাপ্ত অপর সহকারি শিক্ষক যোগদান করেছেন ঈশ^রগঞ্জ উপজেলার ১২০ নম্বর মাকরঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা রাণী পালসহ অন্য সহকর্মীরা।

সদ্য যোগদান করা সহকারি শিক্ষক নাজমুন নাহার বেগম ঢাকাপোস্টকে বলেন, চাকরিতে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবনের নতুন পরিবেশে পদাপর্ণ করলাম। এই ক্ষণটি আমার মত আরও অনেকের স্বপ্ন পূরণের প্রথম ধাপ। চেষ্টা করব যথাযথ দায়িত্ব পালনে পরিবার ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে।  

আরও পড়ুন: একাধিক চাঁদাবাজি মামলার পরও আশুলিয়ার বিএনপি নেতার হুমকি-ধমকি

একইভাবে চাকরি নামের সোনার হরিণ হাতে পেয়ে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে যোগদান করেছেন ৩৮৮ জন সহকারি শিক্ষক। এ সময় তাদের সবার মাঝেই বইছিল ছিল আনন্দের ফল্গুধারা। কারও কারও চোখের কোনে ঝড়ে পড়ছিল এক-দুই ফোটা আনন্দঅশ্রুও।  

জেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারি মো: জয়নাল আবেদীন জানান, অতি সম্প্রতি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ময়মনসিংহ জেলায় ৪১০ জন চাকরি প্রার্থী নিয়োগ পেয়েছিলেন। এর মধ্যে ২২ জন প্রার্থী যোগদান না করায় ৩৮৮ জনকে যোগদান দেওয়া হয়েছে। তারা সবাই আজ (৩ জুলাই) নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছে। এজন্য আগে থেকেই জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মো: মোফাজ্জল হোসেনের নির্দেশে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছিল।

সূত্র জানায়, ময়মনসিংহ জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২১৪০টি। এসব বিদ্যালয়ে প্রায় সহ¯্রাধিক পদ শূন্য ছিল। এর মধ্যে সদ্য সমাপ্ত নিয়োগে ৩৮৮টি সহকারি শিক্ষক পদ পূরণ হলেও এখনো পাঁচ শতাধিক পদ শূন্য রয়েছে।

এবিষয়ে ময়মনসিংহ জেলার প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মো: মোফাজ্জল হোসেন ঢাকাপোস্টকে বলেন, অত্যান্ত স্বচ্ছ প্রক্রিয়ায় মেধাবীদের অনুসন্ধান করে সহকারি শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পাবলিক বিশ^বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও রয়েছে। আশা করছি তারা তাদের মেধা, মননে কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় গড়ে তুলে জাতি গঠনে ভূমিকা রাখবে।