ভূমিকম্পের প্রভাবে ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত
রাজধানীতে সাম্প্রতিক ভূমিকম্পের প্রভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন রবিবার (২৩ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
উপ-পরিচালক ফররুখ মাহমুদের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পরিস্থিতি মূল্যায়ন শেষে পরবর্তী করণীয় ও সিদ্ধান্তসমূহ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। প্রশাসন সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।”
আরও পড়ুন: রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় দিনব্যাপী অ্যালামনাই মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (২২ নভেম্বর) ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে তিনজন ছাত্রী আহত হয়েছেন।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা





