সুষ্ঠু নির্বাচনে ইসি ও সরকারের সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান
ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও আগামী নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় অবদানের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক
সেনাপ্রধান বলেন, "মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে। নির্বাচনের ক্ষেত্রে আমরা যথাযথভাবে সহযোগিতা প্রদান করব, যাতে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়।"
অনুষ্ঠানে ৬৪ জন সেনাসদস্যকে বীরত্বপূর্ণ কাজ ও অসামান্য অবদানের জন্য পদক প্রদান করা হয়। এছাড়া ৭৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সম্মাননা জানানো হয়। এর মধ্যে ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক দেওয়া হয়েছে।
আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রতিবছর দেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সেনাবাহিনী এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত সেনাসদস্য, তাদের পরিবার, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





