সুষ্ঠু নির্বাচনে ইসি ও সরকারের সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও আগামী নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় অবদানের সারসংক্ষেপ তুলে ধরা হয়।

আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা

সেনাপ্রধান বলেন, "মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে। নির্বাচনের ক্ষেত্রে আমরা যথাযথভাবে সহযোগিতা প্রদান করব, যাতে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়।"

অনুষ্ঠানে ৬৪ জন সেনাসদস্যকে বীরত্বপূর্ণ কাজ ও অসামান্য অবদানের জন্য পদক প্রদান করা হয়। এছাড়া ৭৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সম্মাননা জানানো হয়। এর মধ্যে ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রতিবছর দেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সেনাবাহিনী এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত সেনাসদস্য, তাদের পরিবার, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।