হাসিনা সরকারের বিস্ফোরক মন্তব্য: বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সম্প্রতি বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করার ঘটনায় পুলিশের নজরে আসার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার বিচার দাবিতে যখন সারাদেশে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, ঠিক তখনই নারী বাউল শিল্পী হাসিনা সরকার পুরুষ বাউল শিল্পীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
এক ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, “নারী বাউল শিল্পীরা বিছানায় না গেলে কোনো প্রোগ্রামে ডাকা হয় না। এমন পরিস্থিতির শিকার আমি নিজেও হয়েছি।” তবে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাদের নাম প্রকাশ করেননি।
আরও পড়ুন: বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নোরার
তিনি আরও বলেন, “বাউলদের বলতাম—আমার তো প্রোগ্রাম নেই, আমার দিকে একটু খেয়াল রাখুন। তারা বলেন, ‘যদি খেয়াল রাখতে হয়, তাহলে কথা শুনতে হবে। যখন ডাকি তখন আসতে হবে।’ আমি বলেছি, ‘আসলে কী হবে?’ তারা বলেন, ‘এইটা কি ভেঙে (খুলে) বলতে হবে।’ আমি তখন বলেছি, ‘মাফও চাই, দোওয়াও চাই। ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নেই। আমার ইজ্জত বিক্রি করে প্রোগ্রাম নিতে হবে না। এটাকে বাউল গান বলা যায় না।’”
হাসিনা সরকার আরও অভিযোগ করেছেন, পুরুষ বাউল শিল্পীরা কুপ্রস্তাব দিয়ে থাকেন। তারা বিছানায় নেওয়ার বিনিময়ে গান গাওয়ার সুযোগ দেন। তিনি বলেন, “আমি বাউল শিল্পী হয়ে বলছি—এখন বাউল জগতে এই ধরনের পরিস্থিতি হয়ে গেছে। আমাকে কেউ না ডাকে বা বায়না না দেয়, তা-ও আমার কিছু যায় আসে না। তবে পুরুষ বাউল শিল্পীরা কুপ্রস্তাব দিয়ে বলেছে—‘আমাদের কথা শুনবি, তোকে বায়না দেব।’”
আরও পড়ুন: গোল্ডেন গ্লোবের মঞ্চে রের্কড করলেন কিশোর অভিনেতা
এই মন্তব্যের পর সামাজিক ও সাংস্কৃতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।





