পঞ্চগড়ের এসপি মুন্সী মিজান ঢাকা জেলায়
প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জেলার এসপি নিয়োগে লটারি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে লটারি অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমা গনিসহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ৬৪ জেলার পুলিশ সুপার প্রদানের জন্য ৬৪ জন পুলিশ সুপারকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাছাই করা হয়। বড় জেলা, উন্নত জেলা এবং ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় এ, বি, সি ক্যাটাগরিতে ৬৪ জন পুলিশ সুপারকে বিভক্ত করা হয়। তিন স্তরে ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে জেলা পদায়ন করা হয়। পাশাপাশি পুলিশ সুপারদের যোগ্যতা, দক্ষতা ও সততা বিবেচনায় তাদের কেউ কেউ তিন ক্যাটাগরির লটারিতে বাদ করা হয়।
আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বেলা ১১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিব পুলিশ সুপারদের পদায়নের ফাইল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। লটারির মাধ্যমে নির্বাচিতদের পদায়নের জন্য প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সূত্র জানায়, প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশনা অনুসারে সেখানেই লটারি অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে ফাইল এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র জানায়, ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার প্রদানের জন্য সারসংক্ষেপ তৈরি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র জানায়, নতুন যে ৬৪ জন এসপি তালিকা করা হয়েছে তাদের মধ্যে বর্তমানে কর্মরত ৫০ জেলার পুলিশ সুপারকে বহাল রেখে অন্য জেলায় বদলি করা হয়েছে। ১৫ জন নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। ১৫ জেলা থেকে পুলিশ সুপার প্রত্যাহার করা হয়েছে। সূত্র জানায়, নতুন নিয়োগ পাওয়া ১৫ জন পুলিশ সুপারের মধ্যে ৪ জন বিসিএস ২৫ ব্যাচের এবং ১০ জন ২৭ ব্যাচের কর্মকর্তা।
আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিগত এক বছরে জেলায় কর্মরত পুলিশ সুপারদের কর্মদক্ষতা যাচাই করে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়। তন্মধ্যে ২৭ জনকে ‘এ’ ক্যাটাগরির জেলা, ৮ জনকে ‘বি’ ক্যাটাগরি এবং ৯ জনকে ‘সি’ ক্যাটাগরিতে নির্বাচিত করে আলাদা আলাদা লটারি করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে লটারিতে ঢাকার পুলিশ সুপার হিসেবে পঞ্চগড় জেলার পুলিশ সুপার মুন্সী মিজানুর রহমানের নাম উঠে এসেছে। আর ঢাকার পুলিশ সুপার আনিসুর রহমানের নাম গেছে কুমিল্লা জেলায়, গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর প্রকৌশলী সাদেকের নাম উঠেছে জামালপুর জেলায়,।মুন্সীগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসেবে লটারি নির্বাচিত ও নতুন নিয়োগ দেওয়া এসপিদের মধ্যে ২৫ ব্যাচের জসিম উদ্দিনকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় অনুষ্ঠিত পুলিশ সুপারদের জেলা প্রদয়নে লটারির মাধ্যমে নির্ধারণের পর স্বরাষ্ট্র সচিবকে প্রজ্ঞাপন জারির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আগে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় লটারির মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৈঠক শেষে গণমাধ্যমে সচিব শফিকুল আলম জানিয়েছিলেন। সেই নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে জেলা প্রশাসক নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের নির্বাচনী দায়িত্ব পালনে দিকনির্দেশনা দিয়ে কর্মস্থলে পাঠিয়েছেন। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার নিয়োগের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হলো। গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর নির্বাচনে প্রশাসনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির অন্যতম প্রস্তাবনা ছিল এই পদক্ষেপ।





