সার কারখানায় গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের নতুন মূল্য কাঠামো আজ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশন তাদের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করবে।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত গণশুনানিতে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণকারী বিভিন্ন কোম্পানি প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব পেশ করে। পরে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি প্রতি ইউনিট ৩০ টাকা নির্ধারণের সুপারিশ দেয়।

আরও পড়ুন: এমডি নিয়োগে কঠোর শর্ত: অভিজ্ঞতার মানদণ্ড কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক

গণশুনানির সময় বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাস–মূল্য নির্ধারণে শিল্প, কৃষি ও আমদানি–নির্ভরতা—সব দিক বিবেচনায় রেখে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। তার ভাষায়, “দাম বাড়লে সার উৎপাদনের ব্যয় বাড়বে—এটা জনগণের উদ্বেগ। কৃষি খাত আমাদের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের বড় ভিত্তি, তাই অবশ্যই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। পাশাপাশি এলএনজি আমদানির ব্যয়ও গুরুত্বপূর্ণ বিবেচনা।”

আজকের ঘোষণায় সার শিল্পে গ্যাসের নতুন হার নির্ধারণ হলে দেশে উৎপাদন ব্যয় ও কৃষিখাতের সামগ্রিক প্রভাব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: সাহাবুদ্দিনকে আর্থিক সুবিধা দিতে ডাচ-বাংলার নিত্যনতুন কত কৌশল