কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক অফিসের সাইনবোর্ডে আগুন
কুষ্টিয়া সদর উপজেলার পিটিআই সড়কে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক অফিসের সাইনবোর্ডে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। রবিবার (২৩ নভেম্বর) ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
অফিসে অবস্থানরত ব্যাংক কর্মকর্তা বিপ্লব দাস জানান, “রাতে অফিসেই ছিলাম। রাত ১২টার পর ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে।”
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চারতলা ভবনের নিচতলায় গ্রামীণ ব্যাংকের অফিসটি রয়েছে। সাইনবোর্ডের নিচের অংশে পোড়া দাগ স্পষ্ট দেখা গেলেও আশপাশের কেউই আগুন লাগানোর ঘটনা প্রত্যক্ষ করেননি বলে জানিয়েছে স্থানীয়রা। অফিসের কাছেই রয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের এক পরিত্যক্ত বাড়ি।
দুপুরে ওই অফিসে গিয়ে দেখা যায়, সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়েছে এবং অফিসে কাউকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাইনবোর্ডে পোড়া দাগ ছাড়া তেমন কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করছি, রাতে সড়কে কেউ টায়ারে আগুন জ্বালিয়েছিল, তারই আঁচ লেগে সাইনবোর্ডে দাগ পড়েছে। কেউ আগুন লাগতে দেখেনি কিংবা নেভায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে গত শুক্রবার ভোরে কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজারে গ্রামীণ ব্যাংকের আরেক শাখায় দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পেট্রলের বোতল উদ্ধার করে।





