ইসির ৯ কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন ও অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নয়জন কর্মকর্তার মধ্যে তিনজনকে বদলি এবং বাকি ছয়জনকে বিভিন্ন দফতরে নতুনভাবে পদায়ন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় দপ্তর থেকে মাঠ প্রশাসন পর্যন্ত কর্মকর্তাদের রদবদল ও পরিবর্তন অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন। এর আগে বিভিন্ন স্তরের শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের





