নভেম্বরের ২২ দিনে দেশে এসেছে ২১৩ কোটি ডলার রেমিট্যান্স

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:০২ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি নভেম্বরের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় থেকে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড়ে প্রায় ৯ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার, এবং বিদেশি খাতের ব্যাংকগুলো থেকে এসেছে ৪০ লাখ ৫০ হাজার ডলার।

আরও পড়ুন: এমডি নিয়োগে কঠোর শর্ত: অভিজ্ঞতার মানদণ্ড কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক

নভেম্বরের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার, ৯ থেকে ১৫ নভেম্বর ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার, ২ থেকে ৮ নভেম্বর ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার, এবং মাসের প্রথম দিন ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।

এতদিনের রেমিট্যান্সের তুলনায় অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আর আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

আরও পড়ুন: সাহাবুদ্দিনকে আর্থিক সুবিধা দিতে ডাচ-বাংলার নিত্যনতুন কত কৌশল

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীরা পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি এনেছে। হুন্ডি বন্ধ, সরকারি প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্সের প্রবাহ ভালো অবস্থায় রয়েছে। যদি মাসের শেষ পর্যন্ত একই ধারা বজায় থাকে, তাহলে নভেম্বরের রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।