গ্যাসের সংকট থাকলেও সারের সংকট হবে না: নরসিংদীতে শিল্পমন্ত্রী

Abid Rayhan Jaki
শরীফ ইকবাল রাসেল, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৪ | আপডেট: ৩:৫৯ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
সারাদেশের সার কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও দেশে সারের কোন সংকট হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকের সারের চাহিদা মেটানো হবে। এ লক্ষে অচিরেই ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (১৩ জুলাই) দুপুরে নরসিংদীর পলাশে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার নিয়মিত কার্যক্রম পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেন। সার কারখানার ভিআইপি অতিথি সম্মেলন কক্ষে আয়োজিত এমএইচআই, সিসি সেভেনসহ সার কারখানার কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। এসময় নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত সংসদ সদস্য মাসুদা সিদ্দিকি রোজী, শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান ও প্রকল্প পরিচালক মোঃ ছাইদুর রহমানসহ অন্যান্যরা।
এসময় মন্ত্রী আরো বলেন, সারা দেশেই গ্যাসসহ জ্বালানী সংকট রয়েছে। সেসব বাঁধা পেরিয়ে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে সরকার বদ্ধ পরিকর । বর্তমানে আমদানী করতে হলেও অচিরেই সার উৎপাদনে সয়ংসম্পূর্ন হবে বাংলাদেশ।