"এক দুই তিন চার, মেধাবীরা রাজাকার" স্লোগানে উত্তাল রাবি ক্যাম্পাস

Any Akter
রাবি সংবাদদাতা
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৪ | আপডেট: ১:০০ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১ টায় বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্ত্বরে একত্রিত হন তারা।

এরপর সেখান থেকে বিশ্ববিদ্যালয় মূল ফটকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তারপর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান নেন। এসময় হলের তালা ভেঙ্গে বেরিয়ে আসে মেয়ে শিক্ষার্থী। তারাও যোগ দেন আন্দোলনে।

আরও পড়ুন: চাঁদাবাজি নয়, নেপথ্যে নকশা বহির্ভূত ভবন নির্মাণ কাহিনী

এ সময় তারা, 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার', 'রাবির মাটি, রাজাকারের ঘাঁটি', 'ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে',' চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার','তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার', 'বঙ্গবন্ধুর মাটির রাজাকারের ঘাঁটি' স্লোগানে প্রতিবাদ জানান।

ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের  আসাদুল্লাহ নামের এক শিক্ষার্থী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যে বক্তব্যটা দিয়েছে, সেখানে মুক্তিযোদ্ধাদের ছেলেদের বাহিরে সবাইকে রাজাকার বলা হয়েছে। আমি কেমনে রাজাকার হই? তাই আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন: আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ