চুয়াডাঙ্গায় ২১টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে ২১ টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নেওয়া হচ্ছিল সীমান্তবর্তী এলাকায়। উদ্ধার স্বর্ণের বার গুলোর ওজন ২ কেজি ৪৪৯ গ্রাম। যার বাজার মূল্য তিন কোটি ৬০ লক্ষ ৪০ হাজার টাকা প্রায়। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর পাড়ায় এ অভিযান পরিচালনা করে বিজিবি।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
আটক পাচারকারী জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে আবদিন মিয়া।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী জানান, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন দর্শনা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে। বিজিবির একটি অভিযানিক দল সীমান্তের পিলার ৭৫/৩ এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা ঈশ্বরচন্দ্রপুর এলাকার অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্তবর্তী এলাকার দিকে যাচ্ছিল। টহল দল তাদের থামার জন্য সিগন্যাল দেয়। মোটরসাইকেল চালক ঘটনা স্থল ত্যাগ করলেও আরোহী ঝাঁপ দেয় পাশের একটি পুকুরে। তার কাছে থাকা একটি প্যাকেট ও পুকুর তল্লাশি করে আরো একটি প্যাকেট উদ্ধার করে। দুটি প্যাকেট থেকে ২১ টি স্বর্ণের বার উদ্ধার করে।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
তিনি আরো বলেন, এ ঘটনায় বিজিবি নায়েক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।