লোহাগড়ায় পুকুরে বিষ দিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি

নড়াইলের লোহাগড়া উপজেলার ডি পাচুড়িয়া গ্রামের হাসান কাজীর বিলের মাঝে দুঃবৃর্ত্তরা তার পুকুরে বিষ দিয়ে প্রায় লক্ষাধিক টাকার দেশীয় রুই,কাতলা, কৈ,শিং,মাগুর,শোল টাকি পুটি মাছসহ বিভিন্ন প্রকার মাছ মেরেছে। গতকাল রবিবার রাতে এঘটনায় হাসান কাজী লোহাগড়া থানায় একটি অভিযোগ দিয়েছে।
অভিযোগের কপি ও স্থানীয় সুত্রে জানা গেছে, পাচুড়িয়া গ্রামের দিন মুজুর হাসান কাজীর পাচুড়িয়া বিলের মাঝে খন্দকার বদরুল আলমের নিকট থেকে ৫০ হাজার টাকা একটি পুকুরটি লীজ নিয়ে মাছ চাষ করে। বুধবার রাতে কে বা কাহার তার ওই পুকুরটির মধ্যে বিষ দিয়ে লক্ষাধিক টাকার দেশীয় মাছ মেরে ফেলে । এঘটনায় বৃহস্পতিবার সকালে লোহাগড়া থানার মল্লিকপুর ইউনিয়নের বীট অফিসার এস আই শুকুর ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: একাধিক চাঁদাবাজি মামলার পরও আশুলিয়া বিএনপি নেতা হুমকি-ধমকি
এব্যাপারে লোহাগড়া থানার এস আই শুকুর আলীর সাথে কথা হলে তিনি ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।