টাঙ্গাইলে উইয়ের ভ্যান বিতরণ

টাঙ্গাইলে(ওয়ার্ক ফোর ইভরিয়ন) উই ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১২ নভেম্বর) সকালে টাঙ্গাইল পৌরউদ্যান থেকে একটি র্যালী বের করে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যলয়ে এসে শেষ করে।
র্যালী শেষ ১ জনকে ভ্যান, একজনকে রিক্সা ও অপর একজনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন
এসময় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু সহ উইয়ের ফাউন্ডার খন্দকার শাহবাজ ইসলাম,ইমন,আদ্রিতা,সুচনা,নাইস,রোহান ও রুদ্র উপস্থিত ছিলেন।
এসময় ভ্যান পেয়ে রফিকুল ইসলাম বলেন, উইয়ের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার পাশে তারা দাড়িয়েছে। আমি এখন আয় করে চলতে পারবো পরিবার নিয়ে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
সেলাই মেশিন পাওয়া আজিজুল ইসলাম বলেন,আমার উপার্জনের একটা পথ হলো এখন আগে ঘুরে ফিরে খেতাম। এখন তাদের এই উপহারে সংসার চালানোর মতো একটা গতি হলো।
উইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী রক্তদান কর্মসূচি ও দুপুরে মারকাযুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার এতিম শিশুদের খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়াও রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।