মাগুরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

Any Akter
মাগুরা সংবাদদাতা
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১১:৪৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ৯টায় মাগুরা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি মাগুরা এর আয়োজনে কালেক্টরেট চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে দিনটির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।


আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

এরপর জেলা প্রশাসনের মূল ফটোকে মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের, সিভিল সার্জন ডা. শামীম কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামিউল কাদের, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী সঞ্চয় জামান বিপু প্রমুখ।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার


বক্তাগন বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় বিষয়ে সকলকে জানতে হবে ও সচেতন হতে হবে এবং আমাদের সকলের প্রচেষ্টায় দুর্নীতি মুক্ত দেশ গড়তে হবে। তাহলেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব বলে জানান বক্তারা।