গাজীপুরে পিআইবি’র ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এখন কোন বাধা নেই : এম. আবদুল্লাহ
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ বলেছেন, কাজের মাধ্যমে সাংবাদিকদের যোগ্যতা প্রমাণের এখনই সময়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এখন আর কোন বাধা নেই। সাংবাদিকরা সত্য লিখলে প্রসাশন বা কোন মহল এখন আর চাপ দেয় না। তিনি বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদী কায়দায় মুক্ত সাংবাদিকতায় বাধাগ্রস্থ করা হয়েছে। ৫ আগস্টের পর সেই বাধা ও ভয় দূর হয়েছে। এখন সাংবাদিকদের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।
সকল অপসাংবাদিকতার বিরুদ্ধে সৎ ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিকদের হারানো সম্মান ফিরে আসবে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ৩ দিন ব্যাপী "সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণের" সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের উদ্যোগে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সহ সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।তিনদিন ব্যাপী প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ায় কর্মরত ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সমসাময়িক প্রেক্ষাপটে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ ও উপায় সম্পর্কে জানানো, অনুসন্ধানী রিপোর্টিং, ফ্যাক্ট চেক ও মোবাইল সাংবাদিকতার ধরন, কৌশল এবং ধাপসমূহ নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।





