কক্সবাজারের ডাকাতি ও গৃহবধূকে ধর্ষণ, দুই দিনেও গ্রেপ্তার নেই

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৫ | আপডেট: ৬:০০ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে এক বাড়িতে ডাকাতরা জোর করব ঢুকে মালামাল সহ ভূমি ও উদ্যোগ গ্রহণ থেকে পাওয়া  পাঁচ লক্ষাধিক টাকা লোড করে নিয়ে যায়। এ সময়ে বাড়ির গৃহবধূকে জোর পূর্ব ক একাধিক ডাকাত ধর্ষণ করে। ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ দুই দিনেও কোন দুর্ভিত্তিক গ্রেপ্তার করতে পারিনি। গ্রামবাসীরা বর্তমানে আতংকগ্রস্থ ভাবে জীবন কাটাচ্ছে।

গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, ওই বাড়িতে কয়লাবিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে পাওয়া ৩ লাখ ৪৫ হাজার টাকা ছিল। গতকাল ভোরে দুর্বৃত্তরা বাড়িটিতে হামলা চালিয়ে ওই টাকা লুট করে নিয়ে যায়। লুটপাটের আগে তারা গৃহবধূকে ধর্ষণ করে। এ নিয়ে পরিবারের সদস্যরা দিনভর আতঙ্কে ছিলেন। ঘটনার পর কী করতে হবে, তাঁরা বুঝে উঠতে পারছিলেন না। পরে স্থানীয় মানুষের সহায়তায় সন্ধ্যায় গৃহবধূকে হাসপাতালে নেন তাঁরা।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুল হক গণমাধ্যমকে বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূ গতকাল সন্ধ্যায় চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। পরে চিকিৎসা শেষে রাত আটটার দিকে ওই গৃহবধূ বাড়িতে চলে যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে বলে চিকিৎসকেরা জানান।

এদিকে খবর পেয়ে গতকাল বুধবিার রাত ৮ টার দিকে একদল পুলিশ নিয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ ঘটনাস্থলে যান। পরে পাহাড়ি এলাকায় পুলিশ রাতভর অভিযান চালিয়েও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন