রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

Any Akter
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১২:০৬ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থাপিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সাড়ে তিন ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।  মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রেখেছে। শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে সেখানে অবস্থান করে আছে।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাকারিয়া, তৃতীয় বর্ষের ছাত্র রায়হান উদ্দিন, বাংলা বিভাগের প্রথম সেমিস্টারের  মিরাজ, দ্বিতীয় বর্ষের ছাত্র আম্বারসহ শিক্ষার্থীরা বলেন, ২০১৬ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। ভাড়া ভবনে ক্যাম্পাস চলছে। রুম পর্যাপ্ত না থাকায় ডিপার্টমেন্টের সঙ্কট রয়েছে। এর আগেও আন্দোলন করেছি। আমরা প্রশাসনকে বলেছি ক্যাম্পাস করার জন্য। তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন হয় নাই।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী জানান, কয়েক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। রাস্তায় যানবাহন  চলাচল করতে পারছে না। ফলে মহাসড়কের উভয়পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।