সিলেট জকিগঞ্জে গভীর রাতে বাসে আগুন: দুর্ঘটনা নাকি নাশকতা!

Sanchoy Biswas
সিলেট সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৭:৫১ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জকিগঞ্জে গভীর রাতে আকস্মিক আগুনে পুড়ে ভস্ম হল একটি বাসগাড়ি। সোমবার দিনগত রাত অনুমান ১ টার দিকে জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল বাজারের আয়াতউল্লাহ মসজিদের সামনে পার্কিং করা বাসে লাগা আগুনে মুহূর্তেই ভস্ম হয়ে যায় বাস গাড়িটি। সাথে সাথে স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

বাসটিতে কীভাবে আগুন লাগলো সে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এটা নিছক কোনো দুর্ঘটনা নাকি কোনো ধরনের নাশকতা এ নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন: কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণ

স্থানীয়রা জানান, বাসের চালক গঙ্গাজল এলাকার। তিনি বাসটি এখানে রেখে বাড়ি চলে যান। বাসের হেলপার বাসের ভিতরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। সেখান থেকেই আগুনের সূত্রপাত। লোকজন তাকে গাড়ির ভিতর থেকে জীবিত উদ্ধার করলেও বাস গাড়ীটি একেবারেই ভস্ম হয়ে যায়।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনা সম্পর্কে তদন্ত চলছে। আমরা ফায়ার সার্ভিসের লোকদের সাথে আলাপ করতেছি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারিনি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৫ শত বছরের পুরনো আধ্যাত্মিক অলৌকিক কদম রসুল দরগাহ